ঘরে বসেও পথ দেখানো সম্ভব এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে #BangladeshChallenge । #BangladeshChallenge এ তরুণসহ সবার অংশগ্রহণে ঘরে বসে বাংলাদেশের সকল এলাকায় গুগল ম্যাপ বা ওপেন স্ট্রিট এর সাহায্যে নিকটবর্তী তথ্য যেমন হাসপাতাল, ফার্মেসি, নিকটবর্তী ফ্লেক্সি/ বিকাশ/নগদ পয়েন্ট এবং এমন আরো অনেক কিছু যোগ করতে পারবে ডিজিটাল ম্যাপসে যোগ করতে পারবে ৷ এক্সপার্ট ম্যাপাররা তাদের সহযোগিতা করবেন। এই ম্যাপ কাজে আসবে সরকারি কিংবা সাহায্য সংস্থার জরুরি খাদ্য, ঔষধ কিংবা পণ্য পৌছানোর কাজে । সবার জন্য থাকছে ট্রেইংনিং ও ডিজিটাল সার্টিফিকেট। টপ ১০০ কন্ট্রিবিউটরদের জন্য রয়েছে বিশেষ গিফট । মূল ক্যাম্পেইনের সময়সীমা শেষ হয়েছে। আপনি চাইলে এখনও ম্যাপিং করতে পারবেন । তা কন্টেস্টে বিবেচিত না হলেও দেশের কাজে লাগবে ।
রেজিস্ট্রেশন করুন Results & Outcome মূল ক্যাম্পেইনের সময়সীমা শেষ জয়েন ফেসবুক গ্রুপ১। প্রথমেই BangladeshChallenge.com এ একটি একাউন্ট তৈরি করে নিন ।
২। এরপর গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপসে স্থান যোগ করুন ।
৩। আপনি কয়টি জায়গা অ্যাড করেছেন তা যাতে আমরা জানতে পারি সে উদ্দেশ্যে আপনার গুগল ম্যাপস ও ওপেন স্ট্রিট ম্যাপস প্রোফাইলে আপনার একাউন্টে যোগ করুন ।
৪। আপনি গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপসে যোগ করতে সমস্যায় পড়লে আমাদের প্লাটফর্মেও যোগ করতে পারেব খুব সহজে । আমাদের এক্সপার্ট ম্যাপাররা তা গুগল ম্যাপস এবং ওপেন স্ট্রিট ম্যাপসে যোগ করে দিবেন ।
৫। কোন সমস্যায় পড়লে আমাদের ফেসবুকে গ্রুপে পোস্ট করতে পারেন ।
আপনি যদি মোবাইল ব্যাবহারকারী হয়ে থাকনে তাহলে-
1. গুগল ম্যাপস এপটি তে যেতে হবে এবং জি-মেইল দিয়ে সাইনইন করতে হবে।
2. ম্যানু থেকে Contribute এ ক্লিক করতে হবে
3. View your profile এ ক্লিক করতে হবে
4. উপরের দিকে শেয়ার আইকনে ক্লিক করলে আপনার প্রোফাইলের লিঙ্কটি পেয়ে যাবেন
5. আপনার ম্যাপ প্রোফাইলের পেইজে আপনি আপনার লোকাল গাইডস লেভেল ও পয়েন্ট দেখতে পাবেন, তার পাশে (>) এই আইকনটিতে ক্লিক করে Number of Contrebutions অংশটি এর স্ক্রিনশর্ট নিয়ে আমাদের জমা দিতে হবে।
6. নির্দিষ্ট সময়ে ক্যাম্পেইন শেষ হওয়ার পর আমাদের আবার আপনার Number of Contrebutions অংশটি এর স্ক্রিনশর্ট নিয়ে আমাদের জমা দিতে হবে।
আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে-
1. https://www.google.com/maps এই লিঙ্কে যেতে হবে এবং আপনার জি-মেইল দিয়ে সাইনইন করতে হবে।
2. বাম সাইডের ম্যানুতে ক্লিক করে Your Contribution এ ক্লিক করতে হবে।
3. এড্রেসবার থেকে আপনার ম্যাপ প্রোফাইল নিঙ্কটি কপি করতে পারবেন
4. আপনার ম্যাপ প্রোফাইলের পেইজে আপনি আপনার লোকাল গাইডস লেভেল ও পয়েন্ট দেখতে পাবেন, তার পাশে (>) এই আইকনটিতে ক্লিক করলে পপাআপে যে স্ক্রিনটি আসবে তার স্ক্রিনশর্ট নিয়ে আমাদের জমা দিতে হবে।
সহজ কয়েকটি পদক্ষেপ অনুসরণ করেই আপনি ওপেন স্ট্রিটের প্রোফাইল লিঙ্ক শেয়ার করতে পারবেনঃ
1. প্রথমে মোবাইলের ব্রাউজার বা কম্পিউটার গিয়ে এই লিঙ্কটি https://www.openstreetmap.org ওপেন করুন
2. তারপরে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনের ডানদিকে প্রোফাইল অপশনে ক্লিক করে “My Profile” টি সিলেক্ট করুন
3. আপনার প্রোফাইল URL টি কপি করুন । (যেমনঃ https://www.openstreetmap.org/user/Shah%20Md%20Sultan) সবশেষে, URL টি আমাদের সাথে শেয়ার করুন ।
আমি কিভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করব?
উত্তরঃ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে প্রথমে আপনাকে https://bangladeshchallenge.com/ লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার গুগল কন্ট্রিবিউশন প্রোফাইল বা ওপেন স্ট্রিট ম্যাপ কন্ট্রিবিউশন প্রোফাইল জমা দিতে হবে। ক্যাম্পেইন শেষ হলে অনুরূপভাবে আপনাকে ম্যাপ কন্ট্রিবিউশন প্রোফাইল আবার জমা দিতে হবে।
আমি আমার কন্ট্রিবিউশন প্রোফাইল কিভাবে পাব?
উত্তরঃ https://bangladeshchallenge.com রেজিস্ট্রেশনের সময় স্ক্রিনে আসা ধাপ গুলো অনুসরণ করতে হবে।
ম্যাপে স্থান যোগ করতে কি আমাকে বাসার বাইরে যেতে হবে?
উত্তরঃ একদমই না। আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্যই হচ্ছে ঘরে বসে আপনার পরিচিত, আশেপাশের স্থানগুলো ম্যাপে যোগ করা। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন।
গুগল ম্যাপে কোন স্থান যোগ করলে সেই স্থানটি কি আবার “ সব থেকে সহজে স্থান যোগ করা” ওখানেও যোগ করতে হবে?
উত্তরঃ না। আপনি গুগল ম্যাপ, ওপেন স্ট্রিট ম্যাপ বা সব থেকে সহজে স্থান যোগ করা, এই তিন মাধ্যমের যে কোন এক মাধ্যমে স্থান যোগ করলেই হবে।
ম্যাপে কোন কোন ধরনের স্থান আমরা যোগ করব?
উত্তরঃ হাসপাতাল, ফার্মেসি, মোবাইল মানি এজেন্ট (বিকাশ, রকেট, নগদ পয়েন্ট), কমিউনিটি ক্লিনিক, মসজিদ, স্কুল, কলেজ, মাদরাসা ইত্যাদি)
গুগল ম্যাপে কি আমি আমার বাড়ি যোগ করতে পারব?
উত্তরঃ না, আপনি আপনার ব্যাক্তিগত বাড়ি বা অন্যকোন বাড়ি যোগ করতে পারবেন না, তবে আপার্টমেন্ট হলে যোগ করতে পারবেন।
ম্যাপে কি আমি আমার ছবি, সেলফি বা অন্য কোন ব্যক্তির ছবি আপলোড দিতে পারব?
উত্তরঃ না। এতে আপনার ম্যাপ প্রোফাইল বাতিল হয়ে যেতে পারে। পরিষ্কারভাবে এবং নির্ভুলভাবে কোন স্থান উপস্থাপন করে এমন ফটো আপলোড দিতে পারবেন।
আমি যদি কোন স্থান সম্পর্কে কনফার্ম না হই তাহলে কি তা যোগ করা যাবে?
উত্তরঃ আপনার অবদানগুলি অবশ্যই বাস্তব অভিজ্ঞতা এবং তথ্যের ভিত্তিতে হওয়া উচিত। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান, ভুল স্থান যোগকরা, কপি করা বা অন্যের ফটো, মানহানিকর ভাষা, ব্যক্তিগত আক্রমণ এবং অপ্রয়োজনীয় বা ভুল সম্পাদনা গুলি আমাদের নীতি লঙ্ঘন করে।
আমি গুগল ম্যাপ বা ওপেন স্ট্রিট ম্যাপে নতুন, আমি কিভাবে স্থান যোগ করতে পারি?
উত্তরঃ https://bangladeshchallenge.com সাইটে গিয়ে “ সব থেকে সহজে স্থান যোগ করা” অপশনে গিয়ে আপনিও স্থান যোগ করতে পারবেন।
আমার অন্য প্রশ্ন আছে, আমি উত্তর কোথায় পাব?
উত্তরঃ https://www.facebook.com/groups/BangladeshChallenge/ আমাদের ফেইসবুক গ্রুপে পোষ্ট করুন, এক্সপার্ট ম্যাপাররা আপনার উত্তর দেয়ার চেষ্টা করবে।
গুগল ম্যাপে বা ওপেন স্ট্রিট ম্যাপে অলরেডি যেসব জায়গা রয়েছে আমি কি সেগুলো এড করতে পারবো?
উত্তর: না, যেসব জায়গা গুলো অলরেডি গুগল ম্যাপে রয়েছে সেগুলো নতুন করে আর অ্যাড করার প্রয়োজন নেই । কিন্তু আপনি চাইলে আগের জায়গা গুলোর তথ্য সম্পাদনা করতে পারেন (যদি প্রয়োজন হয়) ।
জরুরী স্থাপনা যোগ করা: গুগল ম্যাপস বা ওপেন স্ট্রিট ম্যাপ কঠিন মনে হলে । কিংবা সহজে জরুরি কোন স্থাপনা যোগ করতে চাইলে এই প্লাটফর্মে যোগ করুন ।
ভিডিও টিউটোরিয়াল যোগ করুনজয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ । প্রশ্ন করুন । মতামত নিন এক্সপার্টদের । দেখুন লাইভ ট্রেইনিং সেশন ।
জয়েন করুনকরোনা পরিস্থিত নিয়ে বিস্তারিত জানতে
ভিজিট করুন